Sunday, April 13 2025

সুইসাইড নিয়ে হঠাত বদলে যাওয়া মারুফের কিছু কথা

এইমাত্র সুইসাইড করলাম। বিষের বোতলটা
মেঝেতে পড়ে আছে। কন্ঠনালী হতে নাভী
পর্যন্ত জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে। মনে
হচ্ছে ভুল করে সাল্ফিউরিক এসিড পান
করেছি...।
পার্শ্ববর্তী রুম থেকে মা দৌড়ে এসে বুকে
জাপটে ধরলো। বাপ তুই এটা কেন করলি...?
........ তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ
করেছি। তুই ভুমিষ্ট হওয়ার তিন দিন আগ
থেকেই প্রসব বেদনায় কাতরিয়েছি। ভুমিষ্ট
হওয়ার পর ছয়মাস পর্যন্ত তোকে নিয়ে
মেডিকেলে কাটিয়েছি। এই ছয়মাস একরাত
ও ঘুমাতে পারিনি। তোকে প্রেম,
ভালবাসা দিয়ে এতবড় করেছি। নিজে না
খেয়ে তোকে খাইয়েছি, কিন্ত আমাদেরকে
কিছু না বলে এটা কেন করলি...? কিসের
কমতি ছিল তোর?
.
........ কিছুক্ষণ পর আব্বু ও ছোট বাচ্চার মতো
হাউমাউ করে কান্না আরম্ভ করলো। শুনে
অবাক হলাম। পৃথিবীর সবচেয়ে কঠিন
মানুষটা কি কান্না করতে পারে..? বাবার
অসহায় চাহনী দেখে মনে হচ্ছিল পৃথিবির
সবচেয়ে পাপী আমি। আমাকে ফাঁসি
দিলেও এ অপরাধের ক্ষমা হবেনা।
.
..........আব্বু আম্মুর কান্না, প্রেম ও
ভালবাসা দেখে বাচঁতে ভীষণ ইচ্ছে করছে।
কিন্তু হাত পা ধীরে ধীরে অবস হয়ে
আসছে। নাড়া চড়ার শক্তি ও পাচ্ছি না।
নিশ্বাস ও ধীরে ধীরে ছোট হয়ে আসছে।
শ্বাস প্রশ্বাস নিতে ও খুব কষ্ট হচ্ছে।
শিরা উপশিরা গুলো শিতল হয়ে আসছে।
নাহ.... আর বোধহয় বাঁচতে পারলাম না।
বিষের প্রভাব শুরু হয়ে মৃত্যু পথে অনেক টাই
এগিয়ে গিয়েছি।
হয়তো বা কিছুক্ষণ পর পুরো শরীর নিস্তেজ
হয়ে
যাবে....।
.
........... নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
সবোর্চচ মায়া মমতার বিপরীতে এমন
অন্যায় কখনো মানায় না। না না না
কখনোই না.....
এত বড় অকৃতজ্ঞতা.........মাথাটা ঘুরে উঠল,
নিষ্ফল অনুতপ্ত হতে হতে শেষ নিঃশ্বাস
ত্যাগ করলাম...... শেষ... সবই শেষ...! একজন
বেঈমান, জীবন যুদ্ধে পরাজিত সৈনিক
চিরনিদ্রায় শায়িত...
.
......... না সুইসাইড করিনি। বিষের বোতলটা
এখনো হাতে। সুসাইড করার পরের মূহুর্ত
গুলো কি হবে চোখ বন্ধ করেই অনুভব করলাম।
না... কখনই না। একটা অকৃতজ্ঞ মানুষের জন্য
সইুসাইড করবো, তা কখনো মানায়
না। যার জন্য সুইসাইড করবো সেতো ব্যাথা
পাবে না...। হয়ত মনে ও করবে না একদিন....
....... ব্যাথা পাবে আব্বু আম্মু। সারা জীবন
প্রসব বেদনায় কাতরাবে পুত্র হারানোর
ব্যাথায় আমার জম্মদাত্রী মা...।
" যে তোমার ভালবাসার মুল্য দেয়নি, সে
তোমার ভালবাসা পাওয়ার যোগ্য নয়।
অন্যের জন্য নিজেকে শেষ করেে দিয়ে কি
লাভ? নিজের জন্য বাঁচতে শেখো।
লেখক:: মারুফ

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.