Monday, April 14 2025

ড্রাগ এডিকটেডের আত্মকথন

হাত থেকে ইন্জেকশনের সিরিচ টা পরে গেল, কারণ হঠাৎ করেই ভয় পেয়েছে  হাসান। আয়নার সামনে দারালে যে ছবিটা দেখতে পায়, সেই ছবি টার প্রতিমুর্তি দারিয়ে আছে হাসানের সামনে।
.
: কে,কে তুমি? (ভয়ে ভয়ে বললো হাসান)
: কেনো চিনতে পারছো না আমাকে।
: কে কে তুমি, চলে যাও আমার চোখের সামন থেকে।
: আমি হাসান, তোমার সামনে দারিয়ে আছি।
.
: মিথ্যা কথা, আমি হাসান।
: না তুমি হাসান নও, আমি হাসান।
: তাহলে আমিকে?
: তুমি একটা ড্রাগ এডিকটেড ছেলে। যে পালিয়ে বেরাচ্ছে তার জীবন থেকে।
.
: আমি জানি নেশা করার কারণে আমার মস্তিষ্ক আমাকে ভুল-ভাল জিনিস দেখাচ্ছে। চোখে মুখে পানি দিলেই সব ঠিক হয়ে যাবে।
: হা হা হা।
.
ভালভাবে হাতমুখ ধুয়ে হাসান রুমে আসলো। এবং দেখতে পেল তার প্রতিমুর্তি টা তার ইজি চেয্যার টার উপর বসে আছে, একদম তার মত করে। হাসান আর ব্যাপারটা নিতে পারলো না।
.
: তুমি এখনো যাওনি কেন, প্লিজ তুমি চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও।
: আমার তো যাবার কথাছিলো না, আমি অনেক কষ্ট করে এসেছি তোমার সাথে কথা বলতে।
: আমি তোমাকে আর নিতে পারছি না, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না, প্লিজ তুমি চলে যাও।
: তোমাকে যে শুনতেই হবে হাসান।
: কেনো?
: কারণ তুমি একটা খুনি।
: মানে?? আমি কাকে খুন করছি??
: হ্যা তুমি খুনি, তুমি আমায় খুন করছো।
.
: মিথ্যা কথা, আমি কাউকে খুন। করিনি।
: হা হা হা, হাসান তুমি আমায় একবার না বার বার খুন করেছো।
: এটা কি ভাবে সম্ভব।
.
: হ্যা তাই করেছো তুমি, আমি কখনই এমন ছিলাম না। তুমি প্রথম যেদিন আমার কথা না শুনেই ইরাকে ভালো বেসেছিলে সেদিনই তুমি আমায় প্রথম বার খুন করেছো। ইরার সাথে ডেটিং এ যাওয়ার জন্য তুমি প্রথম যেদিন মিথ্যা বলে বাবার কাছ থেকে টাকা নিয়েছো সেদিন তুমি আমায় ২য় বার খুন করছো। ইরার জন্মদিনের উপহার কিনার জন্য যেদিন আম্মুর পাস থেকে টাকা চুরি করেছো, সেদিন তুমি আমায় ৩ য় বার খুন করেছো।
.
ব্রেক আপের পর যখন তুমি সিগারেট হাতে নিয়েছো, তখন আমি তোমার হাতে আবারো খুন হয়েছি। তুমি আমায় রেজাল্টের দিনো খুন করেছো, এবং আজো এই সিরচের মাধ্যমে প্রতিদিন খুন করছো।
: (হাসান নির্বিকার ভাবে তাকিয়ে আছে তার প্রতিমুর্তির দিকে) ।
.
: হাসান আমি কি কখনো এমন ছিলাম। ক্লাশের 2nd boy ছিলাম আমি। পাড়ার ক্রিকেট দলের সেরা ব্যাটিং ছিলাম, আমার কত বন্ধুছিলো। বাবা মায়ের চোখের মনি ছিলাম আমি,চোখভরা কত স্বপ্নছিলো আমার। বাবার ইচ্ছা ছিলো আমি ডাক্তার হবো। কিন্তু তুমি আমার কথা না শুনে ইরার জন্য আমার বর্তমান ভবিষ্যত সবশেষ করে দিলে।
.
: (হাসান বুঝতে পারছে না, এই অভিযোগ গুলোর কি উত্তর দিবে ও, সরি ছারা যে আজ আর কিছুই বলার নেই।) সরি
: হা হা হা, শুধু সরি।
: তাছাড়া আমার যে আর কিছুই করার নাই।
: হাসান বাইরে দেখছো কত সুন্দর চাদ উঠেছে ।
: হ্যা, অনেক সুন্দর লাগছে সব কিছু।
: পৃথীবি টা অনেক সুন্দর তাই না।
: হুম।
.
: হাসান আমি এই ও সময়ে নর্গে যেতে চাইনা। তুমি প্লিজ আমায় বাচও। আমি এই সুন্দর সবুজ পৃথীবি তে আরো কিছুদিন বাচতে চাই। তুমি আমার সব শেষ করে দিয়েছ, কিন্তু প্লিজ এই সিরেচের গুতায় আমায় অকালে নর্গে পাঠিও না। আমি ঔই অনিশ্চিত আর অন্ধকারের জগতে যেতে চাই না। তোমার দেওয়া ঔই ড্রাগ প্রতিদিন আমায় ঠেলে দিচ্ছে মৃত্যু কোলে।
.
: আমিযে এডিকটেড, চাইলেও ছারতে পারবো না এই মরন নেশা কে।
: কে বলছিলো তোমায় এই পথ বেছে নিতে। আমি তো তোমায় বলিনি কাউকে ভালো বাসতে, আমিতো তোমায় বলিনি নেশা করতে, তবে এর শাস্তি কেনো আমি পাবো। যে তোমার সাথে বিশ্বাঘাতোকতা করেছে শাস্তি পারলে তাকে দাও, আমাকে না .......
.
.
হাসান আর সয্য করতে না পেরে শরীর সব শক্তি দিয়ে ওর আম্মুকে ডাকলো কিন্তু আজব ব্যেপার ওর আম্মু এসে দেখলো কেউ নেই.......... আম্মুকে রুম থেকে বের করে আবার রুমের দরজা দিয়ে বিছানায় শুয়ে পরলো হাসান, ২ মিনিট পর ইজি চেয্যার টা আবার নরে উঠলো.....
.
: হাসান আমি কিন্তু চলে যাই নাই.......
.
written by: khaled hasan
.

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.