Thursday, April 17 2025

তুমি তার কাছ থেকে অবহেলা পেতে পেতে নিজের অনুভূতির ক্ষরন করছো..!


.কেউ তোমাকে অবহেলা করছে ; প্রচন্ড রকমের অবহেলা করছে ; কিন্তু তুমি তবুও তার হাতে পায়ে ধরে তার সাথে থাকতে চাইছো..! বারবার ঐ মানুষটার কাছে নিজেকে ; নিজের কষ্টকে বিশ্লেষন করতে গিয়েও যথার্থ সময়টুকু তার কাছ থেকে পাচ্ছো না...!
.
তুমি তার কাছ থেকে অবহেলা পেতে পেতে নিজের অনুভূতির ক্ষরন করছো..! একদম মেরে ফেলতেছ তোমার অনুভূতিগুলোকে.. সে তোমাকে ইচ্ছে করে অবহেলা করছে ; সেটা বুঝেও কেন উঠে পড়ে লেগেছ তাকে ফিরিয়ে আনতে আগের মত করে..!!
.
সম্পর্কের শুরুতে নিশ্চয় সে তোমাকে অবহেলা করে নি.. তখন নিশ্চয় সারাক্ষন তোমাকে নিয়েই মেতে থাকত ; তোমাকে নিয়েই ভাবত.. যেখানে তুমি তোমার খোলা চোখেই দেখতে পাচ্ছ তার অবহেলার মাত্রাটা সময়ের সাথে বেড়েই চলছে সেখানে কেন তুমি কান্নাকাটি করে তাকে টেনে ধরে রেখে হিঁছড়ে হিঁছড়ে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছ..!
.
যেদিন থেকেই অহেতু অবহেলার শুরু হয়েছে সেদিন থেকেই সম্পর্কটা মৃত... তবে কেন মৃত সম্পর্কের ঘোরে আটকে আছো..?? এখুনি বাহিরে বেড়িয়ে আসো.. চারদিকে একটু চোখ মেলে তাকাও.. বুকটা ফুলিয়ে বেশ কয়েকবার নিঃশ্বাস নাও ; দেখবে সেই মানুষটাকে ছাড়াই তোমার পৃথিবীটা সুন্দর.. নির্দিষ্ট কোন একটা মানুষের ভালোবাসা না পেলে তুমি মরে যাবে না... কিন্তু সে মানুষটার অবহেলায় তুমি মরে যাবে... তোমার অনুভূতিগুলো মরে যাবে.. নিজের ভেতরে শেষ হতে থাকবে প্রতিনিয়ত...
.
যে মানুষটা তোমাকে অবহেলা করছে ; সে মানুষটার সাথে কখনো তুমি সুখি হবা না... বড় জোর টেনে হিঁছড়ে সম্পর্কটা কয়েকদিন ধরে রাখতে পারবে.. তবে সেটা তোমার একাকিত্বে... সে তোমাকে আর কোন ভাবে চায়না বলেই সে অবহেলা করতছে.. তবে কেন তুমি তার কাছ থেকে অবহেলা পেয়েও তাকে ধরে রাখবে..??
.
বরং তুমিও সরে আসো.. তুমি মূল্যহীন নও... অবহেলা পেয়েও তুমি তাকে যতটা মূল্য তুমি দিচ্ছো... কারো কাছে তোমার মূল্য হয়ত এর চেয়েও অনেক বেশি... যখন দেখবে সে তোমাকে অবহেলা করছে ; তখন থেকে তাকে আর বিরক্ত না করে সরে আসো.. অন্তত্য একটু বাঁচার মত বাঁচো..!"
.
.
.
.
___লেখকঃ A B Emran Hossain (অভিমানী ছেলে)

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.