খোলা----চিঠি
জানিস আজ না তোর কথা খুব মনে পরছে,,,খুব।।জানি তুই কখনোই আমার কথা মনে করবি না,একবারের জন্যও আমায় মিস করবি না।কিন্তু কেন রে,,,??? আমি কি কখনো তোর ছিলাম না,,,???নাকি তুই আমার হতে চাস নি,,,,???হুমম,,বুঝেছি।তুই তো কখনোই আমার ছিলি না,আর হবি ও না।তবে কেনো আমার সাথে এত ছলনা করলি,,,,???দিনের পর দিন কেনো আমায় এত মিথ্যে স্বপ্ন দেখালি বল, বল না প্লিজ।প্লিজ একটাবারের জন্য আমার প্রশ্নগুলোর উত্তর দে না।
আমি তো ইচ্ছে করে তোর মায়ায় পড়িনি।তুই ই তো পরতে বাধ্য করলি।আমি তোকে কতবার কত্তবার বলেছিলাম না যে আমি এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না।তুই তো আমার সবই জানতি।জানতি যে তোর আগেও একজন আমায় ঠকিয়েছে।হ্যাঁ আমিও জানি যে তোকেও একজন ঠকিয়েছে।যে তোকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষে ছেড়ে চলে গেছে।তাই বলে তুই তার প্রতিশোধ আমার উপর নিলি,,,,,,???বাহ,গ্রেট।যাকে বলে একেবারে মড়ার উপর খাড়ার ঘা।
তুই ইচ্ছে করলে এই প্রতিশোধটা অন্য কারো উপরেও নিতে পারতি।কিন্তু আমার উপর কেন যে নিলি তা আজও বুঝতে পারলাম না।তবে এইটা হয়তোবা বিধাতারই ইচ্ছা ছিলো।কিন্তু আসলে জানিস কাউকে ঠকিয়ে কেউ না ভালো থাকতে পারে না।ভেবে দেখ দুই বছর আগে যেই ছেলেটা তোকে ঠকিয়েছে সে কি আজ ভালো আছে,,,,???এর উত্তর হবে নিশ্চয়ই না।কারণটা হল তার নিজস্ব মানবিক সত্তা এবং তার মানসিক চিন্তা।মানুষ যতই অপরাধ করোক আর যাই করুক তার মানবিক গুণগুলো কখনোই একেবারের জন্য হারিয়ে যায় না।(শুধুমাত্র মাতাল অবস্থা ব্যতীত)
যার ফলশ্রুতিতে দিনের যতটুকু সময় সে ব্যস্ত থাকে ততটুকু সময়ই কেবল ভালো থাকে।কিন্তু রাতটা না বড় নিষ্ঠুর,পাষাণ।সে ভালো খারাপ সবাইকে কাঁদায়,অনুশোচনার মত মানসিক আঘাতে জর্জরিত করে।তেমনি ভাবে যে তোকে ঠকালো সেও হয়তোবা অনুশোচনায় ভুগছে যেমনটা তুই ভুগছিস।
প্রকৃতি কাউকেই ছাড় দেয় না।প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল পাবেই।আমার না তোর জন্য খুব আফসোস হয়,আমায় ছেড়ে চলে গেলি ভালো কথা কিন্তু যার কাছে গিয়েছিস, যাকে তুই তোর সর্বস্বটা বিলিয়ে দিলি,যার কারণে তুই তোর নারী জাতীর সবচেয়ে মূল্যবান বস্তুটা হারালি সে কি আদৌ তোকে সত্যিকার অর্থে ভালোবাসে,না তোকেও আমার মতো মিথ্যে স্বপ্ন দেখায়,যেমনটা তুই আমাকে দেখিয়েছিলি,,,??
যাক ব্যাপার না।কিছুদিন ওয়েট কর তাহলে ঠিকই বুঝতে পারবি।
আমি তো এই শহরে আর বেশি দিন নেই।এই শহর কেন,আমার আজ পুরো পৃথিবীটাকেই অস্বস্তিকর লাগে।তাই কাল চলে যাবো,অনেক দূরে।যেখান থেকে তোর কান্নার শব্দটুকুও যেন আমায় শুনতে না হয়।যেখানে তোর ছায়াটাও আমায় স্পর্শ করতে পারবে না।ভালো থাকিস পাগলি।
[মারাত্মক পাপী]
আমি তো ইচ্ছে করে তোর মায়ায় পড়িনি।তুই ই তো পরতে বাধ্য করলি।আমি তোকে কতবার কত্তবার বলেছিলাম না যে আমি এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না।তুই তো আমার সবই জানতি।জানতি যে তোর আগেও একজন আমায় ঠকিয়েছে।হ্যাঁ আমিও জানি যে তোকেও একজন ঠকিয়েছে।যে তোকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষে ছেড়ে চলে গেছে।তাই বলে তুই তার প্রতিশোধ আমার উপর নিলি,,,,,,???বাহ,গ্রেট।যাকে বলে একেবারে মড়ার উপর খাড়ার ঘা।
তুই ইচ্ছে করলে এই প্রতিশোধটা অন্য কারো উপরেও নিতে পারতি।কিন্তু আমার উপর কেন যে নিলি তা আজও বুঝতে পারলাম না।তবে এইটা হয়তোবা বিধাতারই ইচ্ছা ছিলো।কিন্তু আসলে জানিস কাউকে ঠকিয়ে কেউ না ভালো থাকতে পারে না।ভেবে দেখ দুই বছর আগে যেই ছেলেটা তোকে ঠকিয়েছে সে কি আজ ভালো আছে,,,,???এর উত্তর হবে নিশ্চয়ই না।কারণটা হল তার নিজস্ব মানবিক সত্তা এবং তার মানসিক চিন্তা।মানুষ যতই অপরাধ করোক আর যাই করুক তার মানবিক গুণগুলো কখনোই একেবারের জন্য হারিয়ে যায় না।(শুধুমাত্র মাতাল অবস্থা ব্যতীত)
যার ফলশ্রুতিতে দিনের যতটুকু সময় সে ব্যস্ত থাকে ততটুকু সময়ই কেবল ভালো থাকে।কিন্তু রাতটা না বড় নিষ্ঠুর,পাষাণ।সে ভালো খারাপ সবাইকে কাঁদায়,অনুশোচনার মত মানসিক আঘাতে জর্জরিত করে।তেমনি ভাবে যে তোকে ঠকালো সেও হয়তোবা অনুশোচনায় ভুগছে যেমনটা তুই ভুগছিস।
প্রকৃতি কাউকেই ছাড় দেয় না।প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল পাবেই।আমার না তোর জন্য খুব আফসোস হয়,আমায় ছেড়ে চলে গেলি ভালো কথা কিন্তু যার কাছে গিয়েছিস, যাকে তুই তোর সর্বস্বটা বিলিয়ে দিলি,যার কারণে তুই তোর নারী জাতীর সবচেয়ে মূল্যবান বস্তুটা হারালি সে কি আদৌ তোকে সত্যিকার অর্থে ভালোবাসে,না তোকেও আমার মতো মিথ্যে স্বপ্ন দেখায়,যেমনটা তুই আমাকে দেখিয়েছিলি,,,??
যাক ব্যাপার না।কিছুদিন ওয়েট কর তাহলে ঠিকই বুঝতে পারবি।
আমি তো এই শহরে আর বেশি দিন নেই।এই শহর কেন,আমার আজ পুরো পৃথিবীটাকেই অস্বস্তিকর লাগে।তাই কাল চলে যাবো,অনেক দূরে।যেখান থেকে তোর কান্নার শব্দটুকুও যেন আমায় শুনতে না হয়।যেখানে তোর ছায়াটাও আমায় স্পর্শ করতে পারবে না।ভালো থাকিস পাগলি।
[মারাত্মক পাপী]
No comments: