জীবনের বাকে বাকে অনেক যুদ্ধ
কখনো কখনো জীবন বাস্তবতার কারণে সিনেমার থেকেও অনেক রহস্যময় হয়ে যাই।
জীবনের হালকা চাওয়া গুলি যখন নিমেষেই নষ্ট হয়ে যাই তখন আমরা ভাবি কি হবে বেঁচে থেকে,
এক কথায় বেঁচে থাকার স্বাদ টাই যেন হারিয়ে যাই।
**
কিন্তু আমরা সব থেকে বেশি ভালোবাসি বেঁচে থাকতে। একটু খানি সুখের নেশায় যখন আমরা বিভর তখনি হইতো আশা ভেঙ্গে যাওয়ার এক অবান্চ্ঞিত শব্দ এসে ঘিরে ধরে কানের চারি পাশে।
তবু আমরা হাল ছাড়ি না, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করি, কারন আমরা বাঁচতে ভালোবাসি।
**
আমরা অন্যর সুখ কেড়ে নিয়ে হলে ও নিজে সুখি হতে চাই।
**
জীবনের বাকে বাকে অনেক যুদ্ধ করতে হই,
সহজে পার করা জীবন গুলি কখনো জীবনের আসল মানে বঝে না।
কারন তারা বেঁচে আছে অবান্চ্ঞিত ,যাদের স্বপ্ন নেই,আশা নেই।
কিন্তু প্রতিদিনের যুদ্ধ করা জীবন গুলো বঝে জীবনের আসল মানে,তাদের থাকে ছোট্ট কিছু স্বপ্ন আর বুক ভরা আশা।
তারা জানে তাদের এই ছোট্ট স্বপ্নটি ও হইতো অঙ্কুরেই বিনিষ্ট হতে পারে। তবু ও তারা ছুটে চলে স্বপ্নের পিছনে।
**
আমরা সবাই বাঁচতে ভালোবাসি,বাঁচতে চাই।
জীবন কখনো আমাদের সামনে সমুদ্র সমান ব্যার্থতা নিয়ে আসে, যার কারনে আমরা অনেকেই হইতো হাল ছেড়ে দিই, ধরে নিই যে জীবন শেষ, কিন্তু না জীবন তখনো শেষ হইনি ব্যার্থতার আড়াল থেকে হইতো আবার ও এক চিমটি আলো ছড়াবে আবার নতুন করে।
আমরা বেঁচে থাকতে ভালোবাসি, কখনো কষ্টের মাঝে আবার কখনো সুখের মাঝে ও।
**
আমরা স্বপ্ন দেখি, কারন স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি।
জীবনের একটু খানি ব্যার্থতা, আর কষ্টকে স্বীকার করে নিয়ে সামনে এগোতে হবে।
**
জীবনের চরিত্র সিনেমার মত হলেও বাস্তব থেকে তার অনেক পার্থক্য রয়েছে।
**
আজ যেজন্য মন খারাপ পরের বছরের ঠিক এই সময় টাই হইতো তা হাসিতে পরিনত হবে।
এটাই জীবন ।
কষ্ট করে বেড়ে ওঠা জীবন গুলিই শ্রেষ্ঠ জীবন এই পৃবীবির বুকে।
জীবনের প্রতিটা মুহূর্ত দায়িত্বপূর্ণ,সেটা দায়িত্বের সাথেই পালন করা উচিৎ।
আজ নই কাল সাফল্য আসবেই।
আর যদি ভাবো জীবনের মানে তোমার এখানেই শেষ তাহলে সেটা নিছক হাস্যাকর ছাড়া কিছুই না।
কারন তুমি ও একসময় বাঁচতে ভালোবাসেছিলে।
**
জীবন টা জটিল ব্যাপার সেখানে নিউটনের সূত্র ভেঙ্গে এগিয়ে যাওয়ার মত, সূত্রের প্রয়োগ ভুলে যেমন অংক সমাধান হইনা তেমনি ভুল জীবনের ভুল পদক্ষেপ ও জীবনের সাফল্যার কাছে নিয়ে যাবে না।
প্রতিটা মুহূর্ত মূল্যবান এমনকি প্রতিটি সেকেন্ড ও।
**
আশা ছেড় না, আজ যেটা তোমাকে কষ্ট দিচ্ছে হতে পারে কালকে সেটার জন্যই তুমি সাফল্যর কাছে চলে গেলে।
প্রতিটা বিষয় কে যন্ত সহকারে নিতে শিখো।
জীবন এখনো শেষ হইনি, হইতো মাত্র শুরু, যার শুরুটা সুন্দর করে কর একদিন তুমি ও বড় হবে, হইতো অনেক বড়।
**
কারন, আমরা বাঁচতে ভালোবাসি, স্বপ্ন দেখি, আশা রাখি আর চেষ্টা করি একদিন সেই স্বপ্নের কাছে পোছাতে।
##
লেখা : Likhøñ Âhmmêd II
জীবনের হালকা চাওয়া গুলি যখন নিমেষেই নষ্ট হয়ে যাই তখন আমরা ভাবি কি হবে বেঁচে থেকে,
এক কথায় বেঁচে থাকার স্বাদ টাই যেন হারিয়ে যাই।
**
কিন্তু আমরা সব থেকে বেশি ভালোবাসি বেঁচে থাকতে। একটু খানি সুখের নেশায় যখন আমরা বিভর তখনি হইতো আশা ভেঙ্গে যাওয়ার এক অবান্চ্ঞিত শব্দ এসে ঘিরে ধরে কানের চারি পাশে।
তবু আমরা হাল ছাড়ি না, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করি, কারন আমরা বাঁচতে ভালোবাসি।
**
আমরা অন্যর সুখ কেড়ে নিয়ে হলে ও নিজে সুখি হতে চাই।
যখন বাস্তবতার কষাঘাতে একজনের সুখ নিমেষেই নষ্ট হই,তখন সে নিমেষেই অন্যর সুখ কেও নষ্ট করে দিতে পারে।এক মুহূর্তেই।
জীবনের বাকে বাকে পরাজিত প্রায় সৈনিক |
**
জীবনের বাকে বাকে অনেক যুদ্ধ করতে হই,
সহজে পার করা জীবন গুলি কখনো জীবনের আসল মানে বঝে না।
কারন তারা বেঁচে আছে অবান্চ্ঞিত ,যাদের স্বপ্ন নেই,আশা নেই।
কিন্তু প্রতিদিনের যুদ্ধ করা জীবন গুলো বঝে জীবনের আসল মানে,তাদের থাকে ছোট্ট কিছু স্বপ্ন আর বুক ভরা আশা।
তারা জানে তাদের এই ছোট্ট স্বপ্নটি ও হইতো অঙ্কুরেই বিনিষ্ট হতে পারে। তবু ও তারা ছুটে চলে স্বপ্নের পিছনে।
**
আমরা সবাই বাঁচতে ভালোবাসি,বাঁচতে চাই।
জীবন কখনো আমাদের সামনে সমুদ্র সমান ব্যার্থতা নিয়ে আসে, যার কারনে আমরা অনেকেই হইতো হাল ছেড়ে দিই, ধরে নিই যে জীবন শেষ, কিন্তু না জীবন তখনো শেষ হইনি ব্যার্থতার আড়াল থেকে হইতো আবার ও এক চিমটি আলো ছড়াবে আবার নতুন করে।
আমরা বেঁচে থাকতে ভালোবাসি, কখনো কষ্টের মাঝে আবার কখনো সুখের মাঝে ও।
**
আমরা স্বপ্ন দেখি, কারন স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি।
জীবনের একটু খানি ব্যার্থতা, আর কষ্টকে স্বীকার করে নিয়ে সামনে এগোতে হবে।
**
জীবনের চরিত্র সিনেমার মত হলেও বাস্তব থেকে তার অনেক পার্থক্য রয়েছে।
**
আজ যেজন্য মন খারাপ পরের বছরের ঠিক এই সময় টাই হইতো তা হাসিতে পরিনত হবে।
এটাই জীবন ।
কষ্ট করে বেড়ে ওঠা জীবন গুলিই শ্রেষ্ঠ জীবন এই পৃবীবির বুকে।
জীবনের প্রতিটা মুহূর্ত দায়িত্বপূর্ণ,সেটা দায়িত্বের সাথেই পালন করা উচিৎ।
আজ নই কাল সাফল্য আসবেই।
আর যদি ভাবো জীবনের মানে তোমার এখানেই শেষ তাহলে সেটা নিছক হাস্যাকর ছাড়া কিছুই না।
কারন তুমি ও একসময় বাঁচতে ভালোবাসেছিলে।
**
জীবন টা জটিল ব্যাপার সেখানে নিউটনের সূত্র ভেঙ্গে এগিয়ে যাওয়ার মত, সূত্রের প্রয়োগ ভুলে যেমন অংক সমাধান হইনা তেমনি ভুল জীবনের ভুল পদক্ষেপ ও জীবনের সাফল্যার কাছে নিয়ে যাবে না।
প্রতিটা মুহূর্ত মূল্যবান এমনকি প্রতিটি সেকেন্ড ও।
**
আশা ছেড় না, আজ যেটা তোমাকে কষ্ট দিচ্ছে হতে পারে কালকে সেটার জন্যই তুমি সাফল্যর কাছে চলে গেলে।
প্রতিটা বিষয় কে যন্ত সহকারে নিতে শিখো।
জীবন এখনো শেষ হইনি, হইতো মাত্র শুরু, যার শুরুটা সুন্দর করে কর একদিন তুমি ও বড় হবে, হইতো অনেক বড়।
**
কারন, আমরা বাঁচতে ভালোবাসি, স্বপ্ন দেখি, আশা রাখি আর চেষ্টা করি একদিন সেই স্বপ্নের কাছে পোছাতে।
##
লেখা : Likhøñ Âhmmêd II
No comments: